ফরিদগঞ্জে আমগাছ থেকে মো. সোহাগ গাজী (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৪ জুলাই) ওই যুবকের বসতবাড়ির একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের গাজী বাড়িতে ঘটে। সে একই বাড়ির আব্দুল খালেকের বড় ছেলে। শনিবার দিবাগত রাতের যে কোন সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মত সোহাগ রাতের খাবার খেয়ে নিজের শুয়ার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সোহাগের মা রহিমা বেগম ঘুম থেকে উঠে দেখেন ছেলে ঘরের পাশে একটি আমগাছের সাথে গলায় শাড়ি কাপড় পেঁচানো অবস্থায় ঝুলে আছে। এসময় সোহাগের মায়ের চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আছে এবং পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে গত ৫,৭ বছর ধরেই সে মানসিকভাবে অসুস্থ ছিল। কি কারণে সে এমন করেছে তা পরিবারের কেউ জানে না।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, নিহত সোহাগের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আমান উল্যাহ খান ফারাবী