ইকবাল পাটওয়ারী(স্বপন) :
আবাসিক গ্যাস সংযোগ প্রত্যাশীদের হতাশ করলো সরকার। সম্প্রতি আবাসিক গ্যাস সংযোগ দেয়া হবে বলে গুঞ্জন উঠে। আদতে গুঞ্জনটি সত্য নয়। আর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে গ্যাস কোম্পনীগুলো। গত ১৩ জুলাই এক বিজ্ঞপ্তিতে ল্যান্ড লাইন গ্যাস সংযোগের বিষয়ে সরকারি কোনো নির্দেশনা হয়নি বলে জানানো হয়।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাঘরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিঃ চাঁদপুর বিষয়টি নিশ্চিত করেছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, এ বিষয়ে অদ্যবদি সরকারি কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি। তাই গ্যাস সংযোগ প্রাপ্তির বিষয়ে বিজিডিসিএল এর কোন কর্মকর্তা/কর্মচারী/ঠিকাদার বা অন্য কোন ব্যক্তির সাথে আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সর্বসাধারণকে বিশেষ ভাবে অনুরোধ জানান। এতে যদি কোন গ্রাহক কোন প্রকার লেনদেনে সংঘটিত হয় এর জন্য বাগরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউসন কোম্পানি লিঃ চাঁদপুর কোন প্রকার দায়বদ্ধ থাকিবে না বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়।