রহমান রুবেল:
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি সরকারি প্রতিষ্ঠান। তারা ছোট্ট ছোট্ট শিশুদের আমাদের যে সংস্কৃতি, শিল্প ও লেখনি রয়েছে তা যেন তাদের মনের মধ্যে দিয়ে যেন প্রবাহিত হয় সেই চেতনাবোধ তাদের মধ্যে তৈরী করে থাকে এবং লালন করতে শেখায়। শিশু একাডেমি শিশুদের সেই বিকাশ যাতে হয় সে কাজটি করে। এজন্যে এ দুটি প্রতিষ্ঠানকে আমি খুবই পছন্দ করি। গতকাল রোববার সকালে চাঁদপুর শিশু একাডেমী হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সাথে আমাদের ইতিহাস ও সংস্কৃতির পরিচয় করিয়ে দেয়া হয়। আমাদের শিশুদের ইতিহাস জানতে হবে, তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সস্পর্কে জানতে হবে। বাংলাদেশ শিশু একাডেমি সেই কাজটি করছে যুগের পর যুগ ধরে।
তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আমরা চাই তোমার আমাদের পরিচয় ও ইতিহাসকে জানো। প্রত্যেকটা মানুষকেই তার শিকড়ের সন্ধান করতে হয়। মানুষ যদি তার শিকড়কে না জানে, তাহলে সামনে এগুতো পারে না। তোমরা আজকে মন দিয়ে ছবি আঁকবে। তোমাদের ছবি অঙ্কনের মাধ্যমে ভাষার জন্যে আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠবে।
চাঁদপুর শিশু একাডেমীর নির্বাহী সদস্য ও সংগীত প্রশিক্ষক মৃনাল সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ প্রমুখ।