স্টাফ রিপোর্টার:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ এবার চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে শেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন মুহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি চাঁদপুর শহরের তালতলা বিঞ্চুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষক সমাজে এবং বিদ্যালয়ে একজন মেধাবী ও গুণী শিক্ষক হিসেবে আনোয়ার হোসাইন বেশ সমাদৃত। কোমলমতি শিশুদের গড়ে তুলতে ও প্রাথমিক শিক্ষার প্রসারে নিজকে উৎসর্গ করতে চান বলে জানান এ শিক্ষক। একই সাথে তার কর্মস্থল তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে ।