বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন ‘আনন্দ টিভির’ কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জিসান আহমেদ নান্নু। শনিবার বিকালে আনন্দ টেলিভিশনের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির এজিএম (এডমিন) মো. সাইফুল ইসলাম ও এজিএম (মার্কেটিং এন্ড সেলস) এস.বি বুলবুল ও নিউজ ইনচার্জ (ন্যাশনাল ডেস্ক) মোস্তফা কামাল তোহা সাংবাদিক জিসান আহমেদ নান্নুকে কচুয়া প্রতিনিধি হিসেবে আইডিকার্ড,লগু, স্টিকার বুঝিয়ে দেন। যার আইডি কার্ড নং- সি- ২০২১২৮৯ । এসময় কচুয়ার কৃতি সন্তান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সমর দাস,কচুয়ার সন্তান দৈনিক জনকন্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. মফিজুল ইসলাম জনিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক জিসান আহমেদ নান্নু ২০০৬ সালে জুলাই মাস থেকে কচুয়া থেকে প্রকাশিত ‘পাক্ষিক কচুয়া কন্ঠ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে তিনি দৈনিক যুগান্তর ও ইংরেজী দৈনিক ডেইলি ইন্ড্রাষ্ট্রির কচুয়া উপজেলা প্রতিনিধি হিসেব কাজ করছেন।এছাড়াও স্থানীয় দৈনিক চাঁদপুর বার্তা স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস এর হিসেবে দায়িত্ব পালন করছেন। জিসান আহমেদ নান্নু কচুয়ার সহকর্মী সাংবাদিক ও সকল পেশাজীবী মানুষের সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
এস.এম শরীফুর ইসলাম