মোহাম্মদ ইকবাল হোসেন:
আমাদেরকে কাজ করার সময় দেখতে হবে রাষ্ট্র স্বার্থ। রাষ্ট্র স্বার্থের কথা চিন্তা করলে সরকারি সম্পদ বেহাত হবে না। আমরা সরকারি লোক হয়ে আমাদের সামনে থেকে সরকারি সম্পদ বেহাত হবে, তাহলে আমাদের জবাবদিহিতা কোথায়? আমাদেরকে সমস্ত কাজগুলি ঠিকঠাক মত করতে হবে। আপনাদের যা যা সমস্যা আছে সেগুলো সরজমিনে তদন্ত করার জন্য আমি একটি কমিটি গঠন করব। সে কমিটির প্রস্তাব অনুযায়ী আমি সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধান করার চেষ্টা করব। সরকারি কৌশুলীদের রাষ্ট্র স্বার্থ দেখা জরুরি। গতকাল মঙ্গলবার (১২জানুয়ারি)সরকারি কৌশুলীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক অজ্ঞনা খান মজলিশ।
তিনি আরো বলেন, আপনাদের যে অভ্যান্তরিণ সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। আদালতের প্রতি মানুষের আস্থা তৈরি করতে হবে। সাধারণ মানুষ যেন ভাবে আদালত কোন বিষয়ের জন্য বায়োস্ট হচ্ছে না এবং সঠিক রায় পাওয়া যায়। এসব বিষয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পূর্বে আমি এডিএম হিসেবে কর্মরত ছিলাম এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিসেবে কাজ করেছি। কাজেই আমি পালস্ বুঝি তাদের মধ্যে কি ধরণের চিন্তাভাবনা কাজ করে। এটা একটা বুঝাপড়ার বিষয় কিন্তু। আপনারা যেমন বিচারকে বুঝেন বিচারকরাও কিন্তু আপনাদেরকে বুঝে। আর সুসম্পর্ক থাকলে সকল কাজই ভালো করে করা সম্ভব। আমি চট্রগ্রামে ছিলাম দীর্ঘদিন সেখানে কিন্তু পিপি, জিপিদের বসার অবস্থা এতো খারাপ দেখিনি। আমি মানিকগঞ্জেও দেখিনি এই অবস্থা। এখানে শুনতে পাচ্ছি আপনাদের এ করুণ অবস্থা। একদিন সরজমিনে পরিদর্শন করার জন্য যাবো।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর সাইয়েদুল ইসলাম বাবু, পাবলিক প্রসিকিউটর রনজিতকুমার রায় চৌধুরী,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুদ্দিন বাবু,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বদিউজ্জামানকিরন,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দেবাশীষ কর,পাবলিকপ্রসিকিউটর জসীমউদ্দিন উদ্দিন ভুইয়া, বিপিজিপি শেখ জহরুল ইসলাম, স্পেশাল পাবলিক প্রসিকিউটর(জিপি) আব্দুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন,এপিপি অ্যাড: বদরুল আলম চৌধুরী, পিপি শেখ মোহাম্মদ জহিরুল ইসলাম, জিপি রেবেকা সুলতানা, এপিপি নজরুল ইসলাম, এপিপি গোলাম কাউছার শামীম,এপিপি নিজাম উদ্দিন, এপিপি গাজী মো:সাইফুল আলম, জিপি দিপালী রানী,এজিপি পলাশ, এজিপি নুরুল আলাীম, এপিপি খোরশেদ আলম,এপিপি শাওন, এপিপি গাজী মোহাম্মদ দুলাল মিয়া, এপিপি মোরশেদবাবু,এপিপি আমির উদ্দিন মন্টু, অতিরিক্ত পিপি জসিম উদ্দিন ভুইয়া, অতিরিক্ত পিপি বদিউজ্জামান কিরণ,অতিরিক্ত পিপি মজিব ভুইয়া।