সাগর আচার্য্য:
আজ শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষ রূপে পৃথিবীতে আবির্ভূত হন।
শ্রীকৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ, মহাভারত, ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, কৃষ্ণ মথুরার যাদববংশের বৃষ্ণি গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন।
অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে পৌঁছালে অশুভ শক্তির বিনাশ করতে এবং দুষ্টের দমন করতে তিনি পৃথিবীতে জন্ম নেন শিষ্টের পালন আর সাধুজনদের রক্ষার জন্য। তাঁর জন্ম তারিখ খ্রিষ্টপূর্ব ৩২২৮ সালের ১৮ জুলাই এবং তার মৃত্যুর দিন খ্রিষ্টপূর্ব ৩১০২ সালের ১৮ ফেব্রæয়ারি। তবে হিন্দুধর্মে গ্রেগরিয়ান তারিখ নয়, প্রাধান্য পায় গ্রহ, নক্ষত্রের গতিপথ।
শুভ জন্মাষ্টমীর তিথি সাধারণত সৌর ও চন্দ্র উভয়ের তথ্যের ওপর নির্ভর করে। এ বছর পঞ্চাঙ্গের পার্থক্যের কারণে কিছু জায়গায় জন্মাষ্টমী আজ বৃহস্পতিবার এবং কিছু জায়গায় আগামিকাল শুক্রবার (১৯ আগস্ট) জন্মাষ্টমী উৎসবের তিথি নির্ধারিত হয়েছে।
জন্মাষ্টমী উপবাস, পূজা-অর্চনা ও নামকীর্তনসহ বিভিন্ন আচার-উপাচার পালন করবেন হিন্দু স¤প্রদায়। এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হবে। এ উপলক্ষ্যে চাঁদপুরের বিভিন্ন ধর্মীয় মন্দির, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।