স্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার (২১ মার্চ) চাঁদপুর শহরের মাহমুদিয়া সাওতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হবে। এ উপলক্ষে শহরের স্টেডিয়াম রোড সোনালী সিড়ি আবাসিক এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করবেন দেশবরেণ্য আলেম শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ ও বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা মবিন উদ্দিন আহমেদ নওশীন মিয়া। সোনালী জামে মসজিদের সভাপতি আলহাজ আব্দুল হান্নান মিয়ার সভাপতিত্বে ওয়াজ মাহফিলের দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও স্থানীয় ওলামায় কেরাম গণ উপস্থিত থাকবেন।
মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জানান, হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনটি একটি ব্যতিক্রম। হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে আয়োজিত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে। তারা মাহফিলে আসবেন এবং মূল্যবান নসিহত করবেন। তিনি চাঁদপুরের সকলকে ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান।