সাগর আচার্য্য:
হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা। দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। আজ ১৭ সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে বিশ্বকর্মা পূজা। প্রায় প্রতি বছরই নির্দিষ্ট একটি তারিখেই পূজা হয় দেবশিল্পী বিশ্বকর্মার।
বেদে বিশ্বকর্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তার একচ্ছত্র অধিকার। তাই যারা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তারা বিশ্বকর্মার অনুগ্রহ কামনা করেন।
ভাদ্রমাসের সংক্রান্তিতে কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এঁর পূজার প্রচলন সর্বাধিক। তবে বাংলাদেশে স্বর্ণকার, কর্মকার এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরাও নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন।
এ উপলক্ষে আজ শনিবার চাঁদপুর জেলা শীল সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা শ্রী শ্রী কালী বাড়ি মন্দিরে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ঘট স্থাপন, সাড়ে ১০টায় পূজার নির্ঘন্টন, দুপুর সাড়ে ১২টায় অঞ্জলি প্রদান শেষে দুপুর ২টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
চাঁদপুর জেলা শীল সমিতির সভাপতি চন্দন চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র মজুমদার এবং বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির সভাপতি সমর চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক রঞ্জিত চন্দ্র সরকার সমিতির সকল সদস্যকে যথা সময়ে কালীবাড়ি মন্দিরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।