স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের তিন গুণী সাংবাদিক পাচ্ছেন ‘ মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা।’ দৈনিক শপথ-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ সম্মাননা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আজ বৃহস্পতিবার ২৬আগস্ট দৈনিক শপথ এর বর্ষপূর্তি উপলক্ষে গুণী তিন সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। দিনটি উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে নানান কর্মসূচির আয়োজন করেছে দৈনিক শপথ কর্তৃপক্ষ। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক কবি জাফর ওয়াজেদ। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, চাঁদপুরের কৃতী সন্তান দৈনিক যুগান্তরের সম্পাদক জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।
এ প্রসঙ্গে দৈনিক শপথ এর ভারপ্রাপ্ত সম্পাদক এম এ লতিফ বলেন, ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করতে পারবো। ২০১৯ সালের ২৬ আগস্ট শপথ-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়ে আজ আমরা তৃতয়ি বর্ষে। আমরা বৈশ্বিক করোনা মহামারির সময়ে অনেক কঠিন সময় পার করছি। দৈনিক শপথ এ কঠিন সময়েও মানুষের জন্য কাজ করেছে। আমরা দৈনিক শপথ-এর উদ্যোগে প্রতিবছর দুইজনকে ‘ মোহাম্মদ নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা’ প্রদান করবো। তবে এর পরিধি আগামী বছর আরো প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক সওগাত সম্পাদক চাঁদপুরের সম্পদ মোহাম্মদ নাসিরউদ্দীন এঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ সম্মাননার নামকরণ করা হয়েছে ‘নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা’।