সুমন আহমেদ:
চাঁদপুর-২ নির্বাচনী আসনের ৪বারের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী জননেতা মোঃ নুরুল হুদা ২০১৭ সালের ২৫ জানুয়ারি বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে নিউইয়র্কের উইল কর্ণেল প্রেসবাইটেরিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। কয়েকদফা জানাযার পর তাকে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দীর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। আজ প্রয়াত এই জননেতার ৫ম মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মরণে ঢাকায় ও মতলব উত্তর-দক্ষিণ উপজেলায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।
উল্লেখ্য, নুরুল হুদা চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ উপজেলা) নির্বাচনী আসন থেকে ৪বার সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি ১৯৫৪ সালে স্কুলে পড়ার সময় রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৬৯ সালে বৃহত্তর কুমিল্লায় সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭৯সালের ১ ফেব্রæয়ারি মাত্র ২৮ বছর বয়সে সরকারি চাকরি (সহকারী কমিশনার) ছেড়ে চাঁদপুর-২ নির্বাচনী আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেই ৪এপ্রিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দেন তিনি। বিএনপির মনোনয়ন নিয়ে এ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের প্রথম ৬ মাস তথ্য প্রতিমন্ত্রী এবং পরবর্তী দুই বছর সংস্থাপন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মোঃ নুরুল হুদার বাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দিতে। তার দুই সন্তানের বড় সন্তান তানভীর হুদা ডেফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। আরেক সন্তান সানভীর হুদা যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেন।
তানভীর হুদা শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। গত জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ নির্বাচনী আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক চেয়েছিলেন তিনি।