ইকবাল বাহার:
‘শেকড়ের টানে পাশে আনে’। ‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা। সেই ধারাবাহিকতায় চাঁদপুরে ২০০২ এবং ২০০৪ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর-০২-০৪ বন্ধু ব্যাচের মিলনমেলা-২০২২। আজ শুক্রবার (১৮ মার্চ ) সকাল ৭টায় বাবুরহাট ফাইভ স্টার পার্কে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে। মিলনমেলায় আনন্দ ভ্রমণের পাশাপাশি থাকবে দিনব্যাপী নানান আয়োজন।
বন্ধু ব্যাচের সুত্রে জানা যায়, প্রতি বছরেই এই ধরণের আয়োজন হয় যা বিগত কয়েকবছর বছর সফলভাবে সম্পন্ন হয়েছে। বন্ধুদের মধ্যে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করাই এই মিলনমেলার মূল উদ্দেশ্য। এখানে বছরের অন্তত একটা দিনে বসবে বন্ধুত্বের আড্ডা। এতে শুধু বন্ধুরাই নয় থাকবে তাদের পরিবারের সদস্যরাও। যেসব শিক্ষার্থী ০২ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সবার জন্য একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে ২০১৮ সালে সৃষ্টি হয় অনলাইন ভিত্তিক গ্রæপ ব্যাচ ০২-০৪। গ্রæপের অনেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সাংবাদিক, ডাক্তার, পুলিশ, ব্যাংকার, প্রবাসে অবস্থান করছেন। শুধু চাঁদপুরে ০২-০৪ গ্রæপেও বন্ধু রয়েছে। এদের নিয়েই এ আয়োজন বাবুরহাট ফাইভ স্টার করছে। যদিও রেজিস্ট্রেশন করেছেন ১১৯ জন। এর বাহিরেও বন্ধুদের পরিবারের অন্যান্য সদস্য মিলিয়ে প্রায় দুইশো জনের মতো অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। মিলনমেলায় যোগদানের উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় থেকে বন্ধুরা চাঁদপুরে চলে এসেছেন বলে জানা গেছে।
গত একমাস আগেই এই আয়োজনের জন্য একটি কমিটি করা হয়। কমিটিতে অ্যাড. বদরুল আলম চৌধুরী (আহŸায়ক), সদস্য সচিব মোঃ গাজী আল আমিন ও সমন্বয়ক মেহেদী হাসান খান জনিকে নির্বাচিত করা হয়।
মিলনমেলা আয়োজক কমিটির আহŸায়ক অ্যাড. বদরুল আলম চৌধুরী বলেন, প্রতিবারের ন্যায় আমাদের চাঁদপুরের ০২-০৪ ব্যাচের মিলনমেলার আয়োজন করা হয়েছে। মূলত আমাদের চাঁদপুরের এসএসসি ০২ এইচএসসি ০৪ এর একত্রিত করতেই এই মিলন মেলা। এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিবছর বন্ধুদের সাথে মিট করা এবং আমাদের বন্ধুদের সম্পর্ক আরো শক্তিশালী করা। আমরা অন্যান্য সামাজিক কাজেও আমাদের ব্যাচের পক্ষ থেকে অংশগ্রহণ করে থাকি।
মিলনমেলা-২০২২ আয়োজক কমিটির সদস্য সচিব গাজী মোহাম্মদ আল-আমিন বলেন, এই আয়োজনটা আমাদের বন্ধুদের জন্য একটা মিলনের সুযোগ। বহুদিন পর অনেক বন্ধুদের দেখা হবে, কথা হবে। যেমন থাকবে আবেগি উচ্ছ¡াস তেমনি হবে হইহুল্লোড় আর পুরনো স্মৃতি মন্থন। আমাদের বন্ধুদের বন্ধুত্বের বন্ধন দৃঢ় থাকবে সবসময়। আমরা চাই এই আয়োজনের মাধ্যমে বন্ধুদের দূরত্ব কমবে, সবাই সবার সাথে সম্পর্কের বন্ধনে এক ও অভিন্ন থাকবে সেই আশা ব্যক্ত করছি।
মিলনমেলা-২০২২ আয়োজক কমিটির সমন্বয়ক মেহেদী হাসান খান জনি বলেন, বন্ধুত্বের বন্ধন অনেক মজবুত। এই মেলায় একসাথে হয়ে আমরা একে অপরের সুখ দুঃখের কথা ভাগ করতে পারবো।