রহমান রুবেল:
১৯৩৬ সনে চাঁদপুরের তৎকালীন মহকুমা প্রশাসক আজিজ আহম্মেদের ব্যক্তিগত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় মহকুমা ক্রীড়া সংস্থা। যা বর্তমান চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা। প্রতিষ্ঠার ৮৬ বছর পেরোলেও কখনই এই সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই প্রথমবারের মতো আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। আর এতে এই নির্বাচনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বেশ কয়েকজন কাউন্সিলের সাথে আলাপকালে তারা জানায়, প্রথমবারের মতো ভোটগ্রহণ হচ্ছে এটা নিশ্চয় আনন্দের। অন্তত আমরা ক্রীড়া সংস্থার সাধারণ ভোটার হিসেবে নূন্যতম মূল্যায়িত হচ্ছি। আমাদের সুযোগ হয়েছে ভোটের মাধ্যমে নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করার। এমন আমেজ এর আগে কখনো দেখা যায়নি।
জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ২৭ পদের বিপরীতে ৩২জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
জানা যায়, তফসিল অনুযায়ী গত ২৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ করা হয়। ওইদিন ৩২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৮ মে মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন ৩০জন প্রার্থী। পরে ১০ মে দাখিলকৃতদের মধ্যে সাধারণ সদস্য পদ থেকে একজন সদস্য তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
১১ মে বুধবার প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন ক্রীড়া সংস্থার নিবাচন পরিচালনাকারী রিটানিং অফিসার ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।
ক্রীড়া সংস্থা সূত্র জানা যায়, জেলা ক্রীড়া সংস্থার ভোটার রয়েছেন ৫৭ জন। জেলা ক্রীড়া সংস্থার নিবাচনে ২৭ টি পদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি ৪টি পদে ৪ জন প্রার্থী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন প্রার্থী, যুগ্ম সম্পাদক ২ পদের জন্য ২ জন প্রার্থী, কোষাধ্যক্ষ ১টি পদের জন্য ১ জন প্রাথী, সাধারণ সদস্য ১৪ পদের জন্য ১৬ জন প্রাথী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার ২ জন প্রতিনিধি ও ২ উপজেলার ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা হলেন: সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা বাবু ও শফিউল আজম রাজন, সহ-সভাপতি পদে আলহাজ্ব আবু নঈম দুলাল পাটোয়ারী, জাওয়াদুর রহিম (জে আর ওয়াদুদ টিপু), জাহিদুল ইসলাম রোমান ও নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক পদে আবুল কাশেম আখন্দ ও সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ পদে আবু নাছের পাটওয়ারী, সংরক্ষিত মহিলা সদস্য পদে মাসুদা নূর খান ও শিপ্রা দাস, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি পদে তপন চন্দ্র ও মোঃ নুরনবী নোমান।
সাধারণ সদস্য পদের প্রার্থীরা হলেন, মোহাম্মদ আলী জিন্নাহ, আবু পাটোয়ারী, ওমর পাটোয়ারী, জিল্লুর রহমান জুয়েল, তমাল ঘোষ, ফেরদৌস মোরশেদ জুয়েল, মনোয়ার চৌধুরী, মিজানুর রহমান খান, আঃ মোতালেব শেখ, মোশাররফ হোসেন পাটোয়ারী, শরীফ মোঃ আশরাফুল হক, শাহির পাটোয়ারী, সুভাষ চন্দ্র রায়, সেলিম আকবর ও হেলাল হোসেন।