স্টাফ রিপোর্টার:
আজ ২ দিনের সফরে চাঁদপুরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল সোমবার (২০ মার্চ) শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
দিনব্যাপী সফরের কর্মসূচির মধ্যে রয়েছে, দুপুর ১টায় ঢাকা আগারগাঁও পরিকল্পনা কমিশন হতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল ৪টায় চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে যোগদান করবেন। সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে চাঁদপুর পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন। পরদিন বুধবার সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। দুপুর ১২টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা ও দুপুর আড়াইটায় ঢাকার হেয়ার রোডস্থ বাসভবনে প্রত্যাবর্তন করবেন।