ফাহাদ খাঁন/ আমান উল্লাহ খাঁন ফারাবী:
আজ (১৬ ফেব্রুয়ারী) বুধবার ফরিদগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নের ও কচুয়া উপজেলার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ। চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সকাল ১১টায় চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে আগামীকাল (১৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ গ্রহণ করবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি।
গত ৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের ও কচুয়া উপজেলার ১২ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে মোঃ জসিম উদ্দিন মিয়াজী স্বপন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে মোঃ হারুন-অর-রশীদ, ৩নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়নে মোঃ বেলায়েত হোসেন, ৪নং সুবিদপুর ইউনিয়নে মোঃ মহসীন হোসেন, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে মোঃ শাহজাহান পাটোয়ারী, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে মোঃ বুলবুল আহমেদ, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে আবু তাহের (আবু পাটোয়ারী), ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে শেখ মোঃ শাহ আলম, ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে মোঃ আলাউদ্দিন ভূঁইয়া, ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে মাহমুদুল হাসান মিরাজ, ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে শাহজাহান মাস্টার, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে কাউছার-উল-আলম কামরুল, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে মোঃ শরীফ হোসেন খান।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচিত জনপ্রতিধিদের গেজেট প্রকাশের পর বুধবার তাঁরা শপথ নেবেন। শপথ গ্রহণের পর থেকে দায়িত্ব¡পালন করতে পারবেন জনপ্রতিনিধিরা। তবে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যরা আগামী ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ গ্রহণ করবেন।
অপরদিকে কচুয়ার ১২ ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ১নং সাচার ইউনিয়নে মনির হোসেন, ২নং পাথৈর ইউনিয়নে মোঃ আলী আক্কাস মোল্লা, বিতারা ইউনিয়নে ইসহাক সিকদার, ৪নং পালাখাল মডেল ইউনিয়নে হাবিবুর রহমান মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে মোঃ আলমগীর হোসেন, কচুয়া উত্তর ইউনিয়নে এম. আখতার হোসাইন মজুমদার, কচুয়া সদর ইউনিয়নে খন্দকার আরিফুজ্জামান আরিফ, কাদলা ইউনিয়নে নূরে-ই আলম রিহাত, কড়ইয়া ইউনিয়নে আব্দুস ছালাম সওদাগর, গোহট উত্তর ইউনিয়নে কবির হোসেন, গোহট দক্ষিণ ইউনিয়নে আমির হোসেন ও আশ্রাফপুর ইউনিয়নে রেজাউল মাওলা হেলাল মুন্সী।