মোঃ রাছেল:
আজ ১৯ জানুয়ারি বৃহত্তম কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক, কর্মসংস্থান ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সাবেক এম.পি. ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আবদুল আওয়াল খন্দকারের ২৪তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আবদুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের কচুয়া উপজেলাধীন হোসেনপুর গ্রামের নিজ বাড়িতে কোরআন খতম, মিলাদ-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও আগামী ২৬ জানুয়ারি হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অ্যাডভোকেট আব্দুল আউয়াল ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি-২০২৩ প্রদান করা হবে।
এদিকে আজকের আয়োজিত কর্মসূচিতে যোগদান করার জন্য মরহুম আব্দুল আউয়াল খন্দকারের শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে আব্দুল আউয়াল ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।
স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, সহজ সরল জীবন যাপনকারী, নিরাহংকারী, রাজনীতির অঙ্গনে আদর্শবান পুরুষ ও ন্যায় নিষ্ঠাবান হিসাবে বহুল পরিচিত অ্যাড. আব্দুল আউয়াল খন্দকার দলমত নির্বিশেষে সকলের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। প্রতি বছরের ১৯ জানুয়ারি তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সর্ব শ্রেণীর লোকজনরা পরম শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করেন এবং দোয়া-মাহফিলের আয়োজন করা সহ নামাজান্তে তাঁর আতœার মাগফেরাত কামনা করেন।