ইকবাল বাহার:
শিক্ষাক্ষেত্রে আইসিটির বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করণের অংশ হিসেবে শিক্ষক বাতায়ন ও আইসিটি ডিভিশন এটুআইকর্তৃক আইসিটি ফর এডুকেশন এর জেলা অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদুর রহমান।
গতকাল ৬ এপ্রিল এটুআই ও শিক্ষক বাতায়ন কতৃপক্ষ তার আইসিটি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ, শিক্ষক বাতায়নে কন্টেন্ট আপলোড, বøগ লিখন, অনলাইন ক্লাস, ভিডিও কন্টেন্ট উপস্থাপন সহ আইসিটি বিষয়ক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ বিবেচনা করে তাকে জেলা অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করে তার নাম জেলা অ্যাম্বাসেডরদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
উল্লেখ্য, তিনি ১৯৮১ সালে শাহরাস্তি উপজেলার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। লোটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে বৃত্তি, রাগৈ উচ্চ বিদ্যালয় হতে ৮ম শ্রেণিতে বৃত্তি পান। তারপর ১৯৯৭ সালে রাগৈ উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ১ম বিভাগে, সুচীপাড়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ১ম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স, মাস্টার্স সম্পন্ন করার পর ২০১০ সালে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। বর্তমানে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি শিক্ষাক্রম বিস্তরনের মাস্টার ট্রেইনার ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কুমিল্লা অঞ্চল কমিটির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং Chandpur English Language Club এর সভাপতির দায়িত্ব পালন সহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন।
জেলা অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি তার প্রতিক্রিয়ায় জানান, ইহা আমার শিক্ষকতা জীবনের বড় প্রাপ্তিগুলোর মধ্যে অন্যতম। এই স্বীকৃতি আমার কাজের গতি ও আনন্দকে আরও বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। শিক্ষকতা পেশায় আসার পর উপলব্ধি করেছিলাম যে, ওঈঞ জানা ছাড়া এ পেশাকে ইনজয় করা সম্ভব নয়। এ জন্য আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়ায় নিজেকে ও নিজের শিক্ষকতা পেশাকে শানিত করতে চেয়েছিলাম প্রশিক্ষণের মাধ্যমে অফলাইনে ও অনলাইনে। যা আমার ধারণাকে সত্য করেছে এই কাঙ্খিত অর্জন।