স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহীল বাকীর উপর পুলিশের এএসআই হিমনের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা দল-মত বুঝিনা। পুলিশের এই হামলা শুধু আবদুল্লাহীল বাকীকে রক্তাক্ত করে নি। পুরো আইনজীবীদের রক্তাক্ত করেছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ জানাই। তাই অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা নাহলে আরো বড় পরিসরে আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এই হামলায় মামলার প্রস্তুতি দেয়া হচ্ছে বলেও জানান জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর বেপারী, অ্যাডভোকেট জসিম উদ্দিন ভূঁইয়া, অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন খান, অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডভোকেট মোঃ শাহ আলম ফরাজী, অ্যাডভোকেট আলহাজ্ব মিজানুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, অ্যাডভোকেট শরীফ মোহাম্মদ ফেরদাউস শাহীন, অ্যাডভোকেট মোঃ মোবারক হোসেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান, অ্যাডভোকেট মোহাম্মদ আবুল খায়ের খান, অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম রোমান, অ্যাডভোকেট কোহিনুর রশিদ, অ্যাডভোকেট শাহজাহান মিয়া, অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট রুহুল আমিন সরকার ও অ্যাডভোকেট ফজলুল হক সরকার।
প্রতিবাদ সভা শেষে আইনজীবীরা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি সোমবার দুপুরে অ্যাডভোকেট আবদুল্লাহীল বাকী কাজ শেষে ড্রেস পরিহিত অবস্থায় বাসায় ফেরার পথে শহরের বাসস্ট্যান্ড এলাকায় সদর মডেল থানায় কর্মরত এএসআই হিমনের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্য ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা হেলমেট দিয়ে আইনজীবীর মাথায় আঘাত করেন। এতে রক্তাক্ত ও গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।