এস এম শরিফুল ইসলাম, কচুয়া:
কচুয়ায় অসুস্থ ছাত্রলীগ নেতা সোহাগের পাশে দাঁড়ালেন যুবলীগ নেতা আহমেদ রাজু। সোহাগ কচুয়া ৫নং পশ্চিম সয়দেবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। এই ছাত্রলীগ নেতা মোঃ সোহাগ হোসেন দীর্ঘ দিন ধরে লিভার জনিত সমস্যায় ভুগছিলেন।
তিনি প্রথমে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু তার অবস্থা অবনতির দিকে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু সরকারি মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এমতাবস্থায় এই ছাত্রলীগ নেতার চিকিৎসার খরচ চালানো তার ফ্যামিলির পক্ষে অসম্ভব হয়ে পড়ে।
এমন ঘটনা শুনে তার পাশে দাঁড়ালেন কচুয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, চাঁদপুর ১ আসনের এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর এর ব্যাক্তিগত সহকারী রাজিব আহমেদ রাজু।
তিনি তার এমন মানবিক কর্মকান্ড দ্বারা সকলের কাছে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। তিনি আশা করছেণ আরো অনেকেই এমভাবে এ নেতার পাশে এগিয়ে আসা উচিৎ। রাজুর সহযোগিতার কারণে উপজেলার ছাত্রলীগের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জাননো হয়।