মো. মজিবুর রহমান রনি:
শীতে শিশু বাচ্চাদের নিয়ে ত্রিপলের নীচে পরিবারকে সাথে নিয়ে বসবাস করছেন রফিক। সংসারের গানি টানতে গিয়ে হয়েছেন ঋনগ্রস্থ। ঋন থেকে মুক্ত হতে শেষ সম্বল বসত ঘরটি বিক্রি করেছেন। আর তীব্র এই শীতে এখন ত্রিপল দিয়ে কাটাচ্ছেন দিনরাত। রফিক হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধব্যপুর (উ:) ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ফরাজী বাড়ির বাসিন্ধা। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়েই ত্রিপলের নিচে তীব্র এই শীতকে মোকাবেলা করছেন তিনি। বর্তমানে তিনি ওই গ্রামের খোরের পাড় নামক স্থানে গৃহহীন বসবাস করছেন তিনি।
গত বৃহস্পতিবার দৈনিক শপথ পত্রিকায় বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে স্থানীয় এমপি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম তাকে একটি থাকার ঘর দেয়ার আশ্বাস দিয়ে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন। একই সময় উপজেলা উন্নয়ন কমিটির যুগ্ম সমন্বয়ক হাজী জসিম উদ্দিন তাদের সাথে টেলিফোনে কথা বলে কম্বল ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে আশ্বাস দেন। পরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৫টি কম্বল দেয়া হয়। এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া তাদের খোঁজ নিয়েছেন।
তিনি জানান, আগামী ঘর বরাদ্ধে প্রথম ঘরটি পাবে রফিক। গত ২ জানুয়ারি শনিবার দুপুরে কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা জহির রায়হান টিপু অসহায় রফিকের বাড়িতে আসেন। তাদের খোঁজ খবর নেন। এ সময় তিনি কম্বল, শিশুদের শীতের পোষাক ও খাবার তুলে দেন তার পরিবারের হাতে। এছাড়াও ফারুক নামে এক ব্যক্তি ১ বান টিন অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন।
জানা যায়, রফিক একজন দিনমজুর। কাজ করতে গিয়ে পায়ে ভিষণ ব্যাথা পায়। তখন থেকে তেমন কাজ কর্ম করতে পারেন না। সংসারের খরচ জোগান দিতে ঋন গ্রস্থ হয়ে পড়েন। উপায়ন্ত না পেয়ে নিজের থাকার ঘরটি বিক্রি করে দেয়।
স্থানিয় বাসিন্দা আওয়ামীলীগ নেতা জহিরুল আলম ও শরিফ হোসেন জানান, আজ থেকে এক মাস আগে রফিক ঋনের দায়ে ঘর বিক্রি করে দেয়। সে শিশুদের নিয়ে শীতে ভীষন কষ্ট পাচ্ছে এবং ত্রিপল দিয়ে ঘর করে তার নীচে বসবাস করছেন।