বিশেষ প্রতিনিধি:
লকডাউনকৃত বাড়ীতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা হক।
করোনায় ভাইরাসের কারনে লকডাউনকৃত বাড়ীর ৯টি পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেওয়া হয়।
১৩ জুন কলাদী, চরমুকুন্দি, নবলকস, দুরগাঁও, নারায়ণপুর ইউনিয়নে করোনা আক্রান্ত ৯টি পরিবারের সদস্যদের মাঝে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সিনিয়র মৎস্য অফিসার ফারহানা আক্তার রুমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান, এবং মো: রিয়াজ সরকার এই খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-মাল্টা, আপেল, আনারস, আম, লেবু, এক কুড়ি ডিম, মধু ২৫০ গ্রাম, চা পাতা ২৫০ গ্রাম, গরম মসলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আদা ৫০০ গ্রাম, কালিজিরা, তেজপাতা। স্বপন সাহার পরিবারে ৬ জন আক্রান্ত হওয়ায় ঐ হারে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।