রিয়াজ শাওন:

শেষ বিকেলে একা বসে
ডাকাতিয়ার তীরে
ভাবছি তুমি হয়তো
আসবে ফিরে সহস্র বছর পরে।
বিকাল শেষে সন্ধ্যা নামে
তারায় তারায় আকাশ যায় ভরে
রাত শেষে ভোরের আলো ফুটে
তবুও আমি অপেক্ষায় থাকি তুমি ফিরবে!
এক-দুইদিন নয়,
আমি থাকবো বসে তোমার অপেক্ষায়
জন্ম জন্মান্তরে!
হয় তো তুমি ফিরবে!