সম্পাদকীয়
ব্যক্তিগত সময়ের ব্যবহার প্রকৃতির সাথে সময়ের যথাযথ সম্মেলনে যারা বেশিরভাগ সমন্বয় করে জীবনকে এগিয়ে নিয়েছে তাদের জীবনে সাফল্য ব্যাপক হয়েছে। এমন পরিবেশ পরিস্থিতি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক তথা রাষ্ট্রীয় পর্যায়ে সময়ের সত্যতা সময়ের মাপকাঠি সময়ের মূল্যায়ন এবং সময়ের নৈতিক ব্যবহার সবকিছু একটি জাতিকে ব্যাপক সাফল্য এনে দিতে পারে। তবে সময়ের ব্যবহারকে যথাযথ মানবিক যথাযথ ন্যায় সঙ্গত যথাযথ সর্বাধিক জনমানুষের মানসিক চাহিদার উপর গুরুত্ব দিয়ে এগিয়ে গেলেই একটি দেশের ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক অবকাঠামো কখনও বৈশ্বিক হুমকির মুখে পড়ে না। যারা এ সকল বিষয়ের পথকে কন্টকাকীর্ণ করেই এগিয়ে চলেছে তারাই একটি দেশকে আগ্রাসন থেকে রক্ষা করতে পারেনি। আগ্রাসী মনোভাব থেকে তৈরি হয় বিভিন্ন অপরাধের অলিগলি পথ যে সকল অলিগলি পথকে সুদৃঢ় করার জন্য সময় পার করার জন্য নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য অবৈধ অনৈতিক কাজের সাথে যারা ব্যাপকভাবে সম্পৃক্ত থাকে তারাই রাষ্ট্রীয় নানা উদ্যোগকে পাশ কাটিয়ে করে যায় বিভিন্ন অপরাধের মধ্যে মাদক কারবার। যা ১১ জানুয়ারি দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয়েছে। এ সকল কাজ করবারগুলো কোনভাবেই একক চলমান গোষ্ঠীর মাধ্যমে সম্ভব নয়। বিভিন্ন ছত্রছায়া বিভিন্ন ভদ্রবেশী ভদ্র চেহারার অভ্যন্তরে লুকায়িত মাদকের গোপনীয় ব্যবহারে সচল থেকেই যাচ্ছে। প্রশাসন বিভিন্ন কায়দা অবলম্বন করলেও এ প্রশাসনের কায়দাগুলোকে এড়িয়েই মাদকের কার্যক্রম চলতে থাকে। আর মাদকের কার্যক্রম চলমান নতুন পদ্ধতিতে হয়ে থাকলেও তাও প্রশাসনের কোন না কোন সময় নজরে চলে আসে। তবে এর মাঝে মাদকের বিস্তার হয়ে যায় নতুন নতুন মাদক সেবী নতুন নতুন অপরাধী নতুন নতুন মাদকের বিস্তার ঘটানোর গ্রæপ তৈরি হয়ে যায়। তো এ সকল বিষয় থেকে জাতিকে রক্ষা করতে হলে নৈতিকতার উপর জোর দিলে সবচেয়ে বেশি উপকার হবে। এটি সচেতন মহলদের মাঝে সবসময় কাজ করছে। তাদের চিন্তা চেতনাতে এই বিষয়টাই বারবার উঠে আসছে। যে নৈতিকতার আবরণী যত বেশি জন মানুষের অবস্থানের ক্ষেত্রে দেয়া যাবে বিশেষ করে পরিবার পরিজন সকলের বিশেষ বহির্গমন মাধ্যম হলো শিক্ষার্থী। যে সকল শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান করে ওই সময় নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব বিশেষ আদব বিশেষ কায়দা চিন্তা চেতনায় প্রবেশ করিয়ে দেয়া যায়। তারাই ঘরে ফিরে পরিবার পরিজনের অন্যান্য সদস্যদেরকে নৈতিক চিন্তা চেতনার উপরে নিজেদেরকে মেলে ধরবে। আর পরিবার পরিজনের কোন না কোন সদস্য এ সকল অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে অপরাধের পথ থেকে রক্ষা করার পথ পাবে।