মোঃ রাছেল:
ডাক্তার দেখিয়ে সিএনজি যোগে বাড়ি ফিরছিল ওয়াজউদ্দীন (৩০) ও ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন্নাহার (২৪)। পথিমধ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া-গৌরিপুর সড়কের সাচারের হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় আসলেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই দম্পত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। গতকাল শনিবার ওই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই রবি উল্ল্যাহ ও ছফি উল্ল্যাহ জানান, নিহতের বাড়ি উপজেলার বারৈয়ারা মোল্লা বাড়ি। আমরা চার ভাই তিন বোনের মধ্যে ওয়াজউদ্দীন বড়। গত বছর প্রবাস থেকে ফিরে বারৈয়ারা উত্তর পাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনার দিন সাচার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঘাতক ট্রাক আমার ভাই ভাবীর প্রাণ কেড়ে নেয়। আমার ভাবী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলো বলেই তারা কান্নায় ভেঙ্গে পড়েন।
বিষয়টি নিশ্চিত করে সাচার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, ওয়াজউদ্দীন তার স্ত্রীসহ সিএনজি যোগে সাচার থেকে বারৈয়ারা যাওয়ার পথে ঢাকা থেকে কচুয়াগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওয়াজউদ্দীন ও সাবিকুন্নাহারের মৃত্যু হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জেনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।