আবদুস সালাম:
আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট টুনামেন্টের টি টুয়েন্টি স্কোয়াডে স্থান পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি ক্রিকেটার শামিম হোসেন। বুধবার (২৩ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড থেকে ঘোষিত টি-টোয়েন্টির ১৬ সদস্যের মধ্যে শামীম হোসেনকে রাখা হয়েছে। এছাড়াও শামীম হোসেনের ভ্যারিপাইড ফেজবুক পেজে এই তথ্য শেয়ার করে জানিয়েছেন তিনি নিজেই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ও বিপিএল-এ ভাল খেলার স্বীকৃতি হিসেবে টি টুয়েন্টি স্কোয়াড়ে স্থান করে নিয়েছেন বলে সকল ক্রিকেটপ্রেমীরা মনে করেন।
এ ব্যাপারে সামিম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি টুয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন বলে বিষয়টি দৈনিক শপথের ফরিদগঞ্জ প্রতিনিধি আবদুস সালামের সাথে নিশ্চিত করেন তিনি। তিনি জানান, ভক্তদের উদ্দেশ্যে তা শেয়ার করেছেন তার পেজবুক পেজের মাধ্যমে।
আপনার অনুভূতি কেমন এমন প্রশ্নের জবাবে এ প্রতিবেদকের সাথে তিনি হাসি দিয়ে বলেন, এমন একটি খুশির খবরে আনন্দ পাওয়াটাই স্বাভাবিক। তার উপর জাতীয় দল। আনন্দের সীমা নেই। সর্বোপরি অনেক ভাল লাগছে।
এদিকে সামিম হোসেনের বাংলাদেশ জাতীয় দলের টি টুয়েন্টি তে স্থান পাওয়ায় ফরিদগঞ্জে তথা চাঁদপুর আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম হোসেনকে অভিনন্দন জানাচ্ছেন সবাই।