জাতি হিসেবে আমারা মানুষ আছি তো, থাকছি তো, রাখছে তো? গোটা পৃথিবীর মানুষ দিশেহারা। মানুষ মানুষের বন্ধনে আবদ্ধ হয়েও আত্মজীবনের তাগিদে দূরে দূরে কাছাকাছি হৃদয়ে ভালোবাসি সূর তুলছে। সে সূর মিলিয়ে যাচ্ছে টিকছে না। ত্রিমাত্রিক ভাসান আর শাসনে। সাধারণ ছুটি আর সরকারি প্রণোদনার অর্থের পোক্ত বেড়া ভেদ করে মহাজন আর যাই বলি মিল মালিক ডাকছে অফিস করতে হবে, প্রশাসনের মুখ থেতলে দিয়েছে। যানবাহন চলবে না। বাহ্ কিযে দূরত্ব বজায়ে চলছে জনগণ ঘাড়ের উপর ভর করা এ পথ চলা। জীবন আর জীবিকা একটি প্রবাহ। ক্ষুদ্র ক্ষুদ্র দান অনুদান সঠিক বিতরণ হলে হলে আশাবাদী দেশ জনতার অভ্যান্তরীণ অভাব অভিযোগ কমতে থাকবে। সবচেয়ে ওটাই বিদঘুটে লাগে অহংকার যুক্ত স্ট্যাটাস এবং একের সাথে দশের অধিক দাতার সেলফি। তবে গ্রাম গঞ্জে সরকার প্রশাসন এবং স্থানীয় সরকার প্রশাসন ঘাত প্রতিঘাত করেও সামলাতে পারছে বলে মনে হচ্ছে না। কিন্তু যথপোযুক্ত আপদকালীন কোন সহায়তা না পাওয়ায় মানুষ আরো দিশেহারা হয়ে কর্মমূখী হতে চাচ্ছে। বিদ্যুৎ গ্যাস পানি বিল নেওয়া বন্ধ রাখলেও দৈনিক ব্যয়ের জন্য উপার্জন তো হচ্ছে না। ত্রাণ আর অনুদান শব্দে শব্দে বর্ণে বর্ণে দূরদর্শণে থাকলে কি আর সাধারণ খেটে-খাওয়া মানুষের পেটপুরে? প্রশাসনের প্রোটকলের সাথে সাথে নিত্য খাদ্য দ্রব্য প্রদানের ব্যবস্থা করলেই তো জনগণ ঘরের বাইরে বের হবে না। পুলিশ র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সম্মানিত সদস্যগণ লাঠি সোটা না নিয়ে ভ্যান ভরে সরকারি খাদ্য দ্রব্য যেসব সড়কে যান দিয়ে আসেন সাথে এলাকার মেম্বারকে রাখেন সপ্তাহে তিনদিন আসেন দেখবেন কোন সামান্য জ্ঞানী ব্যক্তি এমনকি পাগল ছাড়া আর কেউ কোয়ারান্টাইন ভাঙ্গবে বলে আমার আর সমগ্র বিজ্ঞজনেরও মনে হচ্ছে না। আপদকালীন শাসন, দান এবং পোষণের উপর কার্যকর হয়। সহজে সহজ কাজ হয় না তা রূপ কঠিন হয়ে দাঁড়ায় তাই ঐ শব্দটা বলে বলে ফেনা তুলতে চাই না।
আজ,
শনিবার , ২৫ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।