সম্পাদকীয়
পৃথিবীর প্রকৃতি মানুষকে যেভাবে সহযোগিতা করে সেই সহযোগিতাকে মনে প্রাণে ধারণ করে প্রকৃতির আত্মদান প্রাণিজগতের জন্য মহান দৃষ্টান্ত। তাই প্রকৃতি থেকে সেবামূলক শিক্ষা গ্রহণে প্রাণিজগতের মানবজাতিকে যত বেশি অনুপ্রাণিত করবে এছাড়া অন্য কিছু মানবজাতিকে অনুপ্রাণিত করবে না। কিন্তু প্রকৃতির এই খেলা ব্যক্তি জীবনে প্রত্যেক মানুষ সানন্দে গ্রহণ করলে প্রকৃতির অফার দান প্রক্রিয়া ব্যক্তিগত জীবনে চর্চা করলে মানবিক অবক্ষয় নির্মূল করা সম্ভব। মানবিকতা মানুষের সামগ্রিক জীবনে প্রত্যক্ষ বিষয়। মানব জীবনের ধারাবাহিক ব্যাপক কর্ম রয়েছে সে সকল ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে সমগ্র বিশ্ব এক শৈল্পিক জীবন ব্যবস্থার আয়োজন করে রয়েছে। মানব জীবনের শৈল্পিক জীবন ব্যবস্থার বিভিন্ন স্তরের জীবন আলেখ্য এক এক শ্রেণির মানুষকে এক একটা সোফান প্রদান করেছে। এক এক ধাপে মানুষের মাঝে মানুষের জীবন যাপনের তারতম্য তৈরি করেছে। তথাপিও মানুষ নির্দিষ্ট ভূখÐের অভ্যন্তরে থাকার কারণে একক মানুষ জাতি হিসেবে পরিচিত ভূখÐের কারণে মানুষের যে জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থায় রয়েছে মানুষের তৈরি করা রাষ্ট্রীয় পরিচালনার মাধ্যম। আর রাষ্ট্র পরিচালনার জন্য রয়েছে আমলাতন্ত্রের ব্যাপক সমাহার। বিশেষ করে এক একটি দেশের রাষ্ট্র পরিচালনায় স্থায়ীভাবে আমলাতান্ত্রিক ব্যবস্থার ওপর রয়েছে রাষ্ট্র পরিচালনার অস্থায়ী ব্যবস্থাপনা। সময়ের ব্যবধানে কালের ¯্রােতে জনসমুদ্র বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অভ্যন্তরে জীবন যাপন করে আসছে। এ সকল রাজনৈতিক দল মত সামগ্রিক জনগোষ্ঠীর সমর্থন নিয়েই রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করে থাকে। যখন রাষ্ট্র পরিচালনায় দলীয় সরকারের ব্যাপক কার্যক্রম বহিঃপ্রকাশ হয় এ সকল কাজের ক্ষেত্রে সাধারণ জনগণের দর্শন শ্রবণ প্রত্যক্ষ উপস্থিতি অনস্বীকার্য। কিন্তু বাংলাদেশে জনগণের জীবনমানের ক্ষেত্রে বিভিন্ন রকমের দুর্যোগের মধ্যে দিনাতিপাত করতে হয়। তেমনি একটি দুর্যোগ অনাকাঙ্খিত অগ্নি দুর্যোগ। ২১ জানুয়ারি দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয়েছে ২০ বসতঘর আগুনে পুড়ে ছাই। বিভিন্ন রকম দুর্যোগের মাধ্যমে বলতে জীবনের প্রতিক‚ল পরিস্থিতি সৃষ্টি হয় এর মাঝে আগুনের দ্বারা দুর্যোগ সৃষ্টি হওয়াটা ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে থাকে। এইরকম ক্ষতির ক্ষেত্রে জীবনকে রক্ষা করা ছাড়া আর কোন বিষয় বস্তু রক্ষা করা সম্ভব হয় না। মানুষের বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ খুঁজতে গেলে কিছু না কিছু সহায় সম্বল পাওয়া যায়। কিন্তু আগুনের কারণে কোন প্রকারের সহায় সম্বল রক্ষা করা খুবই কঠিন হয়ে যায়। এমন অবস্থায় আগুনে ক্ষয় ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সরকারের বিভিন্ন দপ্তর সহযোগিতা করলে এবং এদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য আ লিক সচেতন মহল জোর দাবি জানাচ্ছে।