বিল্লাল ঢালী:
চাঁদপুর জেলা প্রশাসকের উদ্যোগে ডিজিটাল কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল ২৮, ২৯,ও ৩০ জুন ২০২০ এ মেলা বিভিন্ন কনটেন্ট থেকে কুইজের প্রশ্ন করা হবে বলে জানা যায়। ডিজিটাল মেলা প্রাণবন্ত করতে অভিনব উদ্যোগ হিসেবে এ ডিজিটাল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। করোনাকালীন সময়ে মানুষ যেন ঘরে বসে ক্লান্তিবোধ না করে সেজন্য এ উদ্যোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। ডিজিটাল মেলার মধ্য থেকে নির্বাচিত করা হয়েছে কুইজের সকল প্রশ্ন। কুইজ প্রতিযোগিতায় অনলাইনে অংশগ্রহণ করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রেজাল্ট দেখতে পাবে পরের দিন দুপুর ১২ টায়। অনলাইনে প্রতিদিন প্রশ্ন আপলোড করা হয় দুপুর ১২ টায়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভিজিট করতে হবে www.chandpur.gov.bd ওয়েব সাইটে। ওয়েবসাইটে প্রবেশ করে কুইজ প্রতিযোগিতা (ডিজিটাল মেলা ২০২০) মেনু ক্লিক করতে হবে। এখানে পাওয়া যাবে প্রতিযোগিতার প্রতিদিনের প্রশ্ন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের সঠিক উত্তর দেওয়ার জন্য http://www.chandpur.gov.bd/site/view/digitalfair2020 এই লিঙ্কের সকল ভিডিও ছবি ডকুমেন্টস ভালোভাবে দেখতে হবে।